মোগলাবাজারে শিশুর উপর পাশবিকতার অভিযোগে এক ব্যক্তি আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২১, ৫:০০:২৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :
মোগলাবাজার থানা এলাকায় ৫ বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগে তৈয়ব আলী (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তৈয়ব আলী গোটাটিকর পূর্বপাড়া এলাকার মৃত আর্শ্বদ আলীর ছেলে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মোগলাবাজার থানা এলাকার গোটাটিকর থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, গত রোববার বিকেল আনুমানিক পৌনে ৪ টার দিকে পূর্বপাড়া এলাকার ৫ বছর বয়সী এক শিশু মাঠে খেলতে যায়। এ সময় তৈয়ব আলী চকলেটের লোভ দেখিয়ে পার্শ্ববর্তী একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করে। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই শিপু কুমার দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।