মৌলভীবাজারে ১ কোটি ২৫ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২১, ৩:৫৯:৩৭ অপরাহ্ন

মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সীমান্ত এলাকা থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকার অবৈধ ভারতীয় পণ্য আটক করেছে মৌলভীবাজার ডিবি পুলিশ। পণ্যগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারীরা। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ সময় গাড়ীর চালক শুভকে আটক করা হয়েছে। আটককৃত গাড়ির চালক শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ গ্রামের আব্দুল খালিকের পুত্র।
মৌলভীবাজার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া জানান, গত শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের ভারতীয় সীমান্ত এলাকার বিদ্যাবিলের মংলাম এলাকা থেকে ৯৩২ কার্টন ভারতীয় চশমা ও সানগøাস উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও মিডিয়া) হাসান মো. নাসের রিকাবদার জানান, গাড়ির ড্রাইভারকে আটক করা হয়েছে। আমাদের মনে হচ্ছে সেও জড়িত। যে মালামাল আটক করা হয়েছে তার বাজার মূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা। আটককৃত ড্রাইভার এবং মালামাল কোর্টে চালান দেওয়া হবে। তার আগে এই ঘটনায় মামলা দায়ের করা হবে।