যাদুকাটার সেতুই হবে আমাদের হাওরাঞ্চলের পদ্মাসেতু: এমপি রতন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২১, ১২:৫৮:৫৫ অপরাহ্ন

তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ::
ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি বলেছেন, পদ্মাসেতু নির্মাণ কাজ যেমন অবিশ্বাস্য ছিল, ঠিক তেমন সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর উপর ৭০০ মিটার সেতু নির্মাণের কাজটাও স্থানীয় নেতাকর্মীসহ অনেকেই অবিশ্বাস্য মনে করতেন। যাদুকাটা নদীর উপর নির্মিত এই সেতুটি হবে আমাদের হাওরাঞ্চলের পদ্মাসেতু। এই সেতু বাস্তবায়নের মধ্য দিয়েই হাওরাঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হবে। আশা করছি খুব শীঘ্রই সেতুর উদ্বোধন করা হবে।
গতকাল মঙ্গলবার উপজেলার টেকেরঘাট শহীদ সিরাজ লেকে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গ্রুপের সভাপতি হাজী মো: আলখাছ উদ্দিন খন্দকার এর সভাপতিত্বে তিনি বলেন, তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা টেকেরঘাটে ২০ শয্যা বিশিষ্ট বঙ্গবন্ধু শ্রমিক জনতা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজও খুব শিগগির শুরু করা হবে। এখানে সীমান্তের সকল শ্রমিক জনতা স্বাস্থ্যসেবা পাবে।
গ্রæপের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খয়ের এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জী, সহ- সভাপতি হাজী জালাল উদ্দিন, গ্রুপের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, তাহিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান আমির উদ্দিন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম প্রমুখ।