যুক্তরাজ্য থেকে আসা ২৮ প্রবাসীর মধ্যে ৩ জনের করোনা পজেটিভ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২১, ৩:১৬:৩৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :
যুক্তরাজ্য থেকে আসা ২৮ প্রবাসীর মধ্যে ৩ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। ঢাকায় আইইডিসিআর (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট) এ ৩য় দফা পরীক্ষায় তাদের মধ্যে ৩ জনের করোনা পজেটিভ আসে। গতকাল বুধবার রাতে এ রিপোর্ট এসেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান। এরপূর্বে শাবি ল্যাবে ২৮ প্রবাসীর করোনা পরীক্ষায় এই ৩জনের পজেটিভ এসেছিল। গতকাল আইইডিসিআর এর রিপোর্টের অনুরূপ ফলাফল এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, ৩ জনের রিপোর্ট শাবি রিপোর্টের অনুরূপ এসেছে বলে তিনি শুনেছেন। তবে, এখনো কোন তথ্য তাদের কাছে আসেনি। এদিকে, যুক্তরাজ্যে করোনা ভাইরাসের যে নতুন ধরনটি শনাক্ত হয়েছে, এই যাত্রীদের ভেতর সেটা রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখতে আইইডিসিআর এর সাত সদস্যের বিশেষজ্ঞ টিম এখনো সিলেটে অবস্থান করছে। গতকাল তারা সিলেট সিভিল সার্জন অফিস, সীমান্তিকের আরটিপিসিআর ল্যাব, প্রবাসীদের থাকার হোটেল এবং বিমানবন্দর পরিদর্শন করেছেন বলে জানা গেছে।