যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে —–হাবিবুর রহমান হাবিব এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২২, ৫:৫০:৫১ অপরাহ্ন

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, শেখ হাসিনার সরকার জনগণের সরকার। বর্তমান সরকারের আমলেই যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। জনগণের জীবন মান উন্নয়নের জন্য শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
গতকাল শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার সিলামে আরএইচডি ধুপাঘাট-ঢালীপাড়া চকেরবাজার রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, যুগ্ম আহবায়ক নেছার আলী, সিলাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আতিকুর রহমান মাস্টার, সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, ইকবাল হোসেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক ওমর ফারুক ফরহাদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মন্জুর আলী, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম জাবেদ আহমদ, যুবলীগ নেতা বদরুল আলম তুহিন, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি