রথযাত্রা উৎসব শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২২, ৫:৫০:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব গতকাল শুক্রবার শুরু হয়েছে। আগামী ৯ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে। গতকাল সিলেটের বিভিন্ন স্থানে রথটান, হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামানায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, পবিত্র গীতাপাঠ, প্রসাদ বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই, জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উপলক্ষে গতকাল দুপুরে নগরীর বিভিন্ন মন্দির থেকে নিজ নিজ রথ টানেন পূজারী ও পুর্নার্থীরা।
সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির অন্তর্ভুক্ত মন্দিরে ধর্মীয় নিয়ম নীতি ও আচার অনুষ্ঠান পালন করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো- নগরীর লামাবাজারের শ্রীশ্রী কৃষ্ণ বলরাম জিউর আখড়া, আম্বরখানার শ্রীশ্রী জগন্নাথ জিউড় আখড়া, শিবগঞ্জের শ্রীশ্রী রাধাকৃষ্ণ জগন্নাথ মণিপুরী মন্দির, কালিঘাটের শ্রীশ্রী নরসিংহ জীউর আখড়া, রাজবাড়ির শ্রীশ্রী মহাপ্রভুর মন্দির, নয়াবাজারের শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, সিলেট আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), নরসিংটিলা উপরপাড়ার শ্রীশ্রী জগন্নাথ মন্দির, নরসিংটিলা নীচপাড়ার শ্রীশ্রী মহাপ্রভুর মন্দির, দলদলী চা বাগান, কালিঘাটের শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, পল্লবী আ/এ পনিটুলার শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া ও শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া, লালা দিঘীরপাড় মণিপুরী পাড়া মন্দির পরিচালনা কমিটি, সাগরদিঘীর পাড়ের শ্রীশ্রী মহাপ্রভুর মন্দির, আম্বরখানা বড়বাজারের শ্রীশ্রী জগন্নাথ মন্দির, সুবিদবাজারের শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, লামাবাজারের শ্রীশ্রী মহাপ্রভু জিউর আখড়া, জিন্দাবাজারের শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, শিবগঞ্জের শ্রীশ্রী ব্রজনাথ ব্রজেশ্বরী মন্দির, দাড়িয়াপাড়ার শ্রীশ্রী নিম্বার্ক আশ্রম, সিলেট শহরতলীর দক্ষিণকাছের শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি।
এদিকে, নগরীর যুগলটিলা ইসকন মন্দিরের রথযাত্রা উৎসব উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। উল্লেখ্য, রথের রশি টেনে রথ নিয়ে মেলা প্রাঙ্গণ হয়ে পুরো শহর পরিভ্রমণ করেন পুণ্যার্থীরা। এ সময় পূণ্যার্থীরা শঙ্খ, ঘন্টা, কাঁসর, ঢাক ঢোল বাজিয়ে উলুধ্বনি ও মঙ্গলধ্বনি সহকারে প্রভু জগন্নাথের জয়ধ্বনি দিয়ে পুরো নগরীকে মুখরিত করে তুলেন। রথগুলো পরিক্রমণ ও মেলা প্রাঙ্গণে আসার আগে নিজ নিজ মন্দিরে ও আখড়ায় পূজার্চ্চনা করা হয়। পূজার্চ্চনা শেষে রথে সংস্থাপন করা হয় শ্রী শ্রী জগন্নাথ দেব, শ্রী শ্রী বলভদ্র (বলরাম) ও শ্রী শ্রী শুভদ্রা দেবীর প্রতিমা। রথ নিয়ে মেলা প্রাঙ্গণে আসা-যাওয়ার পথে পুণ্যার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ ও হরিলুট দেয়া হয়। রিকাবীবাজার মেলা প্রাঙ্গণে সকল রথ সমবেত হলে পূজা ও আরতি অনুষ্ঠিত হয়। আরতি শেষে উপস্থিত ভক্ত-পুণ্যার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ ও হরিলুট দেয়া হয়। পূজার্চ্চনার পর রথগুলো পুনরায় নিজ নিজ মন্দিরে ফিরিয়ে নেয়া হয়।
এদিকে, রথযাত্রা উপলক্ষে নগরীর রিকাবিবাজারে রথমেলায় হস্তশিল্প, কুটির শিল্প, গৃহস্থালী, খেলনা, খাদ্যসামগ্রীর পাশাপাশি পাখির পসরা নিয়ে বসেছেন দোকানীরা।