রাতের আঁধারে সাদা পাথর লুট, পাথর-নৌকা জব্দ, আটক ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২২, ৫:৪০:০১ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা ॥ ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর রাতের আঁধারে লুট হচ্ছে। একটি চক্র প্রতি রাতে ৪০ থেকে ৫০টি বারকি নৌকায় করে পাথর লুট করছে। স্থানীয়দের এমন অভিযোগের প্রেক্ষিতে ও গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহের নির্দেশে সেখানে অভিযান চালিয়েছে পুলিশ। গত শুক্রবার দিনগত রাত ১টার দিকে পুলিশের এই অভিযানে গ্রেফতার হয়েছে চোর চক্রের এক সদস্য। উদ্ধার হয়েছে লুণ্ঠিত সাদাপাথরসহ পাথর পরিবহনে নিয়োজিত একটি নৌকা। এ ঘটনায় থানায় ৪ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৩-৪ জনকে। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতের আঁধারে পাথর চুরি রোধে পুলিশের টহল জোরদার করা হয়েছে। ওই চক্রের অপর সদস্যদের আইনের আওতায় আনতে জোর তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার শিমুলতলা নোয়াগাঁও গ্রামের আব্দুল্লাহর পুত্র মুক্তার হোসেন। এ ছাড়াও মামলায় একই গ্রামের শওকত আলীর পুত্র সায়েদ মিয়া, মিতাই রহমানের পুত্র সাজিদুর রহমান ও হরমুজ আলীর পুত্র সুফিয়ানকে আসামী করা হয়েছে।
গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহ বলেন, একটি চক্র রাতের আঁধারে পাথর লুটপাট চালিয়ে সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করছে। প্রতি রাতে বারকি নৌকা নোঙর করে পাথর লুট করে স্থানীয় ক্রাশার মিল গুলোতে বিক্রি করছে লুটেরাচক্র। শুক্রবার দিনগত রাতেও পাথর লুট করা হয়। বিষয়টি স্থানীয় সচেতন মহল পুলিশকে জানান। এ সংবাদের ভিত্তিতে রাত ১২টা থেকে ১টা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে পাথরবোঝাই একটি নৌকাসহ ওই চক্রের এক সদস্যকে গ্রেফতার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং বলেন, সাদা পাথর চুরি ঠেকাতে বিজিবির পাশাপাশি পুলিশকেও তৎপর থাকতে বলা হয়েছে। দেশের অন্যতম এই পর্যটন কেন্দ্র রক্ষায় স্থানীয় সচেতন মহলের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রসঙ্গত, ভারত থেকে নেমে আসা ধলাই নদীর জিরো পয়েন্ট এলাকা স্থানীয়ভাবে ‘সাদা পাথর’ নামে পরিচিত।