রেলক্রসিংয়ে ট্রেন-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২২, ২:৫০:৫৪ অপরাহ্ন

অনলাইন ডেস্ক::
নীলফামারীর সদর উপজেলায় দারোয়ানি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রোমানা আকতার (৩৫), সায়েরা বেগম (৩৩) ও শেফালী বেগম (৩৪)। এছাড়া আহতরা হলেন, মিনা পারভীন (৩০), নাসরিন আক্তার (৩৫), কুলসুমা (৩০), অহিদুল ইসলাম (২৪) ও রওশন আরা (২৭)। হতাহতরা সবাই সোনারায় ইউনিয়নের বাসিন্দা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আমির আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে শেফালী বেগম ঘটনাস্থলে এবং হাসপাতালে নেয়ার পথে অপর দুই শ্রমিক মারা যান।
নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মেজবাহুর হাসান চৌধুরী জানান, আহতদের মধ্যে দু’জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রউফ জানান, অটোরিকশাতে আটজন যাচ্ছিলেন উত্তরা ইপিজেডে। বুঝতে না পারায় রেলক্রসিং অতিক্রম করার সময় দুর্ঘটনাটি ঘটে।