র্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ ২ জন আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২২, ২:১৭:২৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : র্যাবের পৃথক অভিযানে মাদক কারবারী, ধর্ষণ মামলার আসামীসহ ২ জন আটক হয়েছে। উদ্ধার হয়েছে ফেন্সিডিল, বিদেশী মদ ও সিএনজি অটোরিক্সা। গত বুধবার এসব অভিযান পরিচালিত হয়েছে। র্যাব-৯ এর মিডিয়া অফিসার প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গত বুধবার গভীর রাতে মাধবপুর থানাধীন শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর বাজার থেকে আটক হয় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী শিবু রক্ষিত (৩৫)। আটক ব্যক্তি ইটাখোলার মৃত শংকর রক্ষিতের পুত্র। তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে র্যাবের অপর অভিযানে কোম্পানীগঞ্জের ধলুইগাঁও থেকে ১৮৪ বোতল ফেন্সিডিল ও একটি সিএনজি অটোরিক্সাসহ আটক হয় মাদক কারবারী মাসুক মিয়া (৩৭)। আটক ব্যক্তি কালীগাঁও’র ইসাক আলীর পুত্র। তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া, জৈন্তাপুর থানাধীন বালিধারা নয়াখেল উত্তর গ্রাম এলাকায় র্যাবের অপর অভিযানে ১৩৫ বোতল বিদেশী মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে।