লিডিং ইউনিভার্সিটির মিউজিক্যাল ক্লাব দ্যা ব্যান্ড কমিউনিটির কনসার্ট অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২২, ৫:১৯:৫০ অপরাহ্ন

লিডিং ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে মিউজিক্যাল ক্লাব দ্যা ব্যান্ড কমিউনিটির আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে “The Final Countdown” with AvoidRafa কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকেলে কনসার্টটির উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, প্রক্টর মো. রাশেদুল ইসলাম, ব্যান্ড কমিউনিটির উপদেষ্টা স্থপতি রাজন দাস, ডেপুটি রেজিস্ট্রার মো. কাওসার হাওলাদারসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দ্যা ব্যান্ড কমিউনিটির সদ্য বিদায়ী সেক্রেটারি অলিউর রহমান নতুন স্ট্যায়ারিং কমিটি (২০২২-২০২৩) এর নাম ঘোষণা করেন। নতুন কমিটিতে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী ফেরদৌস সায়েম সভাপতি এবং প্রীতম দেব জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন।-বিজ্ঞপ্তি