লোহার জ্যাক পাইপের আঘাতে প্রাণ গেলো বাবুর্চির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২১, ২:২৫:৩১ অপরাহ্ন

রাজনগর (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে তেলিজুড়ি গ্রামে নির্মাণাধীন পলিটেকনিক ইনস্টিটিউট ভবনের লোহার জ্যাক পাইপের আঘাতে শ্রমিকদের বাবুর্চি নিহত হয়েছেন। গত বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে নির্মাণাধীন পলিটেকনিক ইনস্টিটিউটের পূর্ব দিকের ৪ তলা ভবনের নিচে। নিহত বাবুর্চি রাজনগর তেলিজুড়ি গ্রামের কনাই মিয়ার ছেলে মাসুক মিয়া (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজনগর পলিটেকনিক ভবনের নির্মাণ শ্রমিকদের বাবুর্চি মাসুক মিয়া ভবনের নিচ দিয়ে যাওয়ার সময় উপর থেকে লোহার জ্যাক পাইপ পড়ে যায়। এ সময় তিনি ঘটনাস্থলে প্রাণ হারান।
কোম্পানির সুপারভাইজার বকুল ঘটনার সময় ৪ তলা ভবনের উপরে ছিলেন। এ নিয়ে স্থানীয়রা সন্দেহ করছেন। বকুলের দূরবিসন্ধির কারণে মাসুক মারা গেলো না দুর্ঘটনায় মারা গেলো।
নির্মাণ শ্রমিক রাজশাহীর ইব্রাহিম জানান, সুপারভাইজার বকুল উপরে ছিলেন এ সময় তার হাত থেকে লোহার জ্যাক পাইপ পড়ে গেলে মাসুক ঘটনাস্থলে মারাত্মক আহত হন। আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা দেন।
রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ জানান, ভবনের নির্মাণ শ্রমিকদের কথাবার্তায় সন্দেহ সৃষ্টি হয়েছে এটা দুর্ঘটনা না হত্যাকান্ড।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, গত বুধবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মৃতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।