শাহজীবাজারে দুর্ঘটনা: পরিত্যক্ত লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২০, ২:৩৭:৩২ অপরাহ্ন

সরেজমিন পরিদর্শনে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :
আপাতত একটি পরিত্যক্ত লাইন মেরামত করে ঢাকা-সিলেট রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছেন শাহজীবাজার রেল স্টেশনের কর্মকর্তা মোজাম্মেল হোসেন। ক্ষতিগ্রস্ত মূল লাইনটি চালু হতে কয়েকদিন সময় লাগতে পারে বলে জানান এ কর্মকর্তা। এ ঘটনায় গঠিত পৃথক দু’টি তদন্ত কমিটির সদস্যরা গতকাল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গত রোববার বেলা ১২ টার দিকে চট্টগ্রাম থেকে পরিশোধিত তেলবাহী একটি মালবাহী ট্রেন শাহজীবাজার রেল স্টেশনের কাছে দুর্ঘটনায় পতিত হয়। এতে ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর আখাউড়া ও কুলাউড়া থেকে দুটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এরপর ১১ ঘণ্টা পর ওইদিন রাত সাড়ে ১১টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে সিলেট রেল স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান জানান। তিনি জানান, লাইন সচল হবার পর গতকাল সোমবার থেকে শিডিউল অনুযায়ী সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশ্যে সব ট্রেন ছেড়ে গেছে।
পৃথক দুটি তদন্ত কমিটি গঠন: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজারে তেলবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে চট্রগ্রাম (পূর্ব) প্রধান প্রকৌশলী সুবক্তাগীনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি ও ঢাকার বাণিজ্যিক পরিবহন কর্মকর্তা (দ্বিতীয়) মাইনুল ইসলামকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে ।
উভয় কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা গতকাল সোমবার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।