শাহরুখ দুশ্চিন্তায় খাচ্ছেন না, ঘুমাতেও পারছেন না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২১, ৩:২০:৩৩ অপরাহ্ন

বিনোদন ডেস্ক : আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার পর থেকে শাহরুখ দুশ্চিন্তায় খেতে পারছেন না ঠিক মতো। এমনকি ঘুমাতেও পারছেন না। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছে শাহরুখের কাছের এক সূত্র। মাদক মামলায় বড় ছেলে আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার পর থেকে শাহরুখের ভক্তরা দুশ্চিন্তায় আছেন অভিনেতাকে নিয়ে। দীর্ঘ বিরতির পর কিছুদিন আগেই নতুন ছবির শুটিং শুরু করে ছন্দে ফিরেছিলেন অভিনেতা। কিন্তু হঠাৎই আবারও ছন্দ পতন! ছেলের জামিনের আবেদন বারবার খারিজ করা হচ্ছে। এতে দুশ্চিন্তায় খাওয়া-ঘুম কিছুই হচ্ছে না শাহরুখের, অভিনেতার কাছের এক সূত্র বিষয়টি জানিয়েছে।
সেই ব্যক্তির মতে, শাহরুখ একেবারে চুপ হয়ে গেছেন। তিনি খাচ্ছেন না, ঘুমাতেও পারছেন না। মাঝে মাঝে দুই ঘণ্টা ঘুমাতেন তিনি। এখন সেটাও পারছেন না। আরিয়ান গ্রেপ্তার হওয়ার পরে তার সঙ্গে মাত্র দুই মিনিট ফোনে কথা বলতে পেরেছেন শাহরুখ। ছেলের সঙ্গে দেখা করার জন্য এনসিবির অনুমতির অপেক্ষায় আছেন শাহরুখ।
এদিকে ‘পাঠান’ এর শুটিংয়ের জন্য বাতিল করেছেন স্পেন যাত্রা। শুধু তাই নয়, অজয় দেবগনের সাথে একটি বিজ্ঞাপনের শুটিংও শেষ পর্যায়ে এসে বাতিল করেছেন শাহরুখ। সব মিলিয়ে ছেলের চিন্তায় মোটেই ভালো নেই শাহরুখ।
আবারও খারিজ জামিন আবেদন, আরিয়ানের ঠাঁই হলো জেলে। মাদক মামলায় গ্রেপ্তার হওয়া আরিয়ান খানের জামিন আবেদন খারিজ করে দিয়েছে মুম্বাইয়ের আদালত। পাঠানো হয়েছে আর্থার রোড জেল হেফাজতে। এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার আদালত ১৪ দিনের জেল হেফাজত দেয় আরিয়ানকে। গত শুক্রবারই আরিয়ানের পক্ষে জামিন আবেদন করেন শাহরুখের নিযুক্ত আইনজীবী মানশিন্ডে। কিন্তু এদিন প্রায় ৫ ঘন্টার প্রশ্ন-উত্তরের পর আরিয়ানকে জেলে পাঠানোর নির্দেশ দেয় আদালত। শুধু তাই নয়, অভিযুক্ত আরিয়ানকে জেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তার সঙ্গে গ্রেপ্তার হওয়া অভিযুক্তরাও একই জেলে কোয়ারেন্টাইনে থাকবেন।
জানা যাচ্ছে জেলের মধ্যেই কোয়ারেন্টাইন সেল তৈরি করা হয়েছে। সেখানেই আপাতত তিন থেকে পাঁচদিন থাকতে হবে আরিয়ান ও অন্যান্য অভিযুক্তদের। আরিয়ান সহ বাকি অভিযুক্তদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু জেলের গাইডলাইন অনুযায়ী আগামী ৩-৫দিন তাদের কোয়ারেন্টাইনেই থাকতে হবে বলে প্রতিবেদনে জানানো হয়।
তবে শাহরুখের ছেলেকে এখনও জেলের পোশাক দেয়া হয়নি। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, শাহরুখের ছেলে বলে আলাদা করে কোনো বিশেষ ব্যবস্থা থাকছে না আরিয়ানের জন্য। অন্যান্য বন্দিদের মতোই তার সঙ্গে ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে। গত শনিবার আরব সাগরে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে আটক করা হয় শাহরুখ পুত্রকে। আটকের ১৬ ঘণ্টা জেরার পরে গ্রেপ্তার করা হয় তাকে ও তার ৮ জন সঙ্গীকে।