শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ১০
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২২, ৭:০৬:২৭ অপরাহ্ন

ফিরুজুল ইসলাম চৌধুরী,শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)থেকে : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ঢাকা-সিলেট মহামহাসড়কের নূরপুরে কাভার্ড ভ্যান-ট্রাক-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিছন থেকে এসে একটি মাইক্রোবাস ট্রাককে ধাক্কা দিলে ত্রিমুখী ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন এবং প্রাথমিক চিকিৎসার জন্য শায়েস্তাগঞ্জ ও সুতাংবাজার প্রেরণ করেন। এসময় বিক্ষুব্ধ জনতা আধঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়ক মেরামত কাজে নিম্নমানের বিটুমিন ব্যবহার করার ফলে সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
পরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান বিক্ষোভকারীদের মহাসড়ক সঠিকভাবে মেরামত করা হবে বলে আশ্বাস দেন। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে জনতা অবরোধ প্রত্যাহার করে নেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়ক সামান্য বৃষ্টিতেই তা পিচ্ছিল হয়ে যায়, এমনকি প্রচন্ড রোদে তৈলাক্ত কালো বিটুমিন গলে গিয়ে মহাসড়ক আরও পিচ্ছিল হয়ে যায়। যার ফলে প্রায়ই এখানে ঘটছে দুর্ঘটনা। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।