ছাতকে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন
শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন সাধন করেছে সরকার : মুহিবুর রহমান মানিক এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২২, ২:৪২:৪০ অপরাহ্ন

জাউয়া বাজার (ছাতক)থেকে নিজস্ব সংবাদদাতাঃ ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বর্তমান সরকার দেশের অন্যান্য খাতের মতো শিক্ষার উন্নয়নে অভূতপূর্ব কাজ করে যাচ্ছে। অবকাঠামো উন্নয়ন, বিনামূল্যে বই, উপবৃত্তি, নারী শিক্ষার প্রসার, শিক্ষক নিয়োগ, শিক্ষকদের বেতনভাতা বৃদ্ধিসহ শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন সাধন করেছে সরকার। গতানুগতিক শিক্ষার পাশাপাশি সরকার মাদরাসা ও কারিগরি শিক্ষার উন্নয়ন করেছে। সাধারণ মানুষ এখন এর সুফল ভোগ করছেন। সরকারের এসব উন্নয়নের কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে।
গতকাল বৃহস্পতিবার সকালে ছাতকের গনিপুর উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ৩ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এরপূর্বে গত বুধবার বিকেলে ছাতকের ঝিগলী স্কুল এন্ড কলেজে ৬ কোটি টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট একাডেমিক ও মাল্টিপারপাস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। গনিপুর উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় কাজী মিলন মিয়ার সভাপতিত্বে ও ঝিগলী স্কুল এন্ড কলেজ মাঠে পৃথক আলোচনা সভায় আবু নছর মো ওয়াহিদ কনা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সুনামগঞ্জের শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শামসুল আরেফিন খাঁন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ, ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, ভাঁতগাও ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, ঝিগলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সানোয়ার আলী, আজিজুর রহমান, গনিপুর উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাউয়া বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম এ গাফ্ফার, গনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার জসিম উদ্দিন, কাজী আনোয়ার হোসেন আঙ্গুর মিয়া, কাজী নানু মিয়া, কাজী লিলু মিয়া।
পরে বৃহস্পতিবার বিকেলে সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর আব্দুর রহমান হাসিনা বানু কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০২১ সালে এসএসসি তে (এ+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান মানিক এমপি। সাবেক চেয়ারম্যান মোজাহিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব এসএম জলিল, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি আলহাজ্ব শেখ নুরুল ইসলাম, জাউয়া বাজার উপজেলা বাস্তবায়ন কমিটির ইউকে শাখার আহবায়ক সাবেক ওসি মোঃ আহবাব মিয়া ও পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ মিয়া উপস্থিত ছিলেন।