শিবগঞ্জে অটোরিকশায় ছিনতাইয়ের চেষ্ঠা, গ্রেফতার ৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২১, ৪:৪৪:৩৫ অপরাহ্ন

অনলাইন ডেস্ক::
সিলেটের শিবগঞ্জ থেকে অটোরিকশায় ছিনতাইয়ের চেষ্ঠাকালে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে একজন একাধিক ছিনতাই মামলার আসামি। রোববার (৭ মার্চ) নগরীর শিবগঞ্জ বাজার থেকে স্থানীয় জনতার সহায়তায় তাদের গ্রেফতার করে শাহপরাণ থানা পুলিশ।
সোমবার (৮ মার্চ) আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে সিলেটের মোগলাবাজার থানাধীন গঙ্গানগর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে জাওয়াদ ইসলাম অর্ণব (২৫), সুনামগঞ্জের দিরাই থানার তাজপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে আমজাদ হোসেন (২৫) ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার আমড়াপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুর রহিম ওরফে সুন্দর আলী।
পুলিশ জানায়, রোববার (৭ মার্চ) বিকেল ৪টার দিকে এই ৩ ছিনতাইকারী শিবগঞ্জ থেকে টিলাগড় নেয়ার নাম করে একটি সিএনজি অটোরিকশায় মো. হুমায়ুন কবির শরীফ নামের এক যাত্রীকে তুলেন। তাকে তুলে টিলাগড়ের উদ্দেশে রওয়ানা দিয়ে শিবগঞ্জ বাজারস্থ পানসি বাজার নামক দোকানের সামনে পৌঁছামাত্র সিএনজিটি উল্টোপথে ঘুরিয়ে নেন চালক। এসময় শরীফ উল্টো দিকে যাওয়ার কারণ জানতে চাইলে তারা শরীফকে ভয়ভীতি দেখায় এবং তার নিকট থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তখন শরীফ চিৎকার করলে শাহপরাণ থানা পুলিশ ও স্থানীয় জনতা অটোরিকশাকে ধাওয়া করে তিন ছিনতাইকারীকে আটক করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়েছে।