শিশুর ঝগড়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রী খুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২১, ৪:০০:৩৭ অপরাহ্ন

অনলাইন ডেস্ক::
সুনামগঞ্জের জামালগঞ্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে স্বামী-স্ত্রী খুন হয়েছেন। রোববার (৯ মে) রাত পৌনে ৮টায় উপজেলার বেহেলী ইউনিয়নের আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আলিপুর গ্রামের আলমগীর হোসেন (৩২) ও তার স্ত্রী মুর্শেদা বেগম(২৮)।
পুলিশ জানায়, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে রোববার রাত পৌনে ৮টার দিকে আলিপুর গ্রামের আলমগীর ও তার চাচতো ভাই রাসেলের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে রাসেল ধারালো অস্ত্র দিয়ে চাচাতো ভাই আলমগীর ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্বামী-স্ত্রী দুজনকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল আলম বলেন, দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতারে অভিযান চলছে।