শীতে করোনার সংক্রমণ বাড়তে পারে: স্বাস্থ্য বিভাগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২০, ২:৩১:৫৮ অপরাহ্ন

সিলেটে আরো ৩০ জনের করোনা শনাক্ত
স্টাফ রিপোর্টার :
সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ জন। আর এ সময়ে সুস্থ হয়েছেন ২২ জন। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে করোনার সংক্রমণও বাড়তে পারে বলে আশংকা স্বাস্থ্য বিভাগের।
গতকাল সোমবার সকালে সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, নতুন শনাক্ত ৩০ জনের মধ্যে ২৮ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া, মৌলভীবাজার জেলার ২ জন।
গত ২৪ ঘণ্টায় বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ২২ জন সুস্থ হয়েছেন । এর মধ্যে সিলেট জেলার ১৯ জন ও মৌলভীবাজার জেলার ৩ জন সুস্থ হয়েছেন। তবে এ সময়ে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় কোন রোগী সুস্থ হননি। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৩ হাজার ৬২৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৯১৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪১৬ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৭৭ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭১৮ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১৮৪ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের রয়েছেন ২২ জন। আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৯৯৬ জন।
গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা হচ্ছে ১৪ হাজার ৮২২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৫৯৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৭৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৯১১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৩৮ জন।