শেখ কামাল এ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ৮:২৮:১৬ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক : শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০২৩ এর সিলেট জেলা পর্যায়ে প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায়, জেলা প্রশাসন সিলেট এর সার্বিক সহযোগিতায় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং সিলেট জেলার ১৩ টি উপজেলা ক্রীড়া সংস্থা ও সিলেট সিটি কর্পোরেশনের মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসমূহের শিক্ষার্থীদের (ছাত্র ও ছাত্রী) অংশগ্রহণে প্রতিযোগিতায় খেলোয়াড়দের সকাল ৯টায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিসে রিপোর্টিং করতে হবে।
সিলেট জেলা স্টেডিয়ামে সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন হবে এবং পুরস্কার বিতরণী বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার প্রতিটি পর্বে উপস্থিত থাকার জন্য সিলেটের ক্রীড়াঙ্গন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানানো হয়েছে।