শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলা বাংলাদেশ এখন বিশ্বের কাছে বিস্ময় -মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২০, ৪:১৩:৩০ অপরাহ্ন

সিলামে ২টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন
স্টাফ রিপোর্টার :
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বের কাছে প্রমাণ করেছেন, বাংলাদেশ এখন স্বনির্ভর। শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলা বাংলাদেশ এখন বিশ্বের কাছে বিস্ময়।
তিনি গতকাল শনিবার দক্ষিণ সুরমার সিলেট-সুলতানপুর সড়কের সিলাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে নির্মিত কলাবাগান বাজারের যাত্রী ছাউনীর উদ্বোধন ও সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গার্লস ফ্যাসিলিটিজ রুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এমপি মাহমুদ উস-সামাদ চৌধুরী আরো বলেন, আমার নির্বাচনী এলাকার জনগণের প্রত্যাশা পূরণে আমি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। বর্তমান সরকার জনগণের চাহিদা পূরণের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। সরকারের এই উন্নয়ন প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটছে। বিশেষ করে যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিদ্যুৎসহ বিভিন্ন পরিকল্পিত উন্নয়ন সাধিত হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখার মাধ্যমে আমার নির্বাচনী এলাকার জনগণের চাহিদা পূরণ করতে আমি বদ্ধপরিকর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী, মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাহাবুল ইসলাম, সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মুসিক, নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ লাল রায়, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, আওয়ামী লীগ নেতা ফজলুল করিম হেলাল, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আব্দুল হাই আতিক মাস্টার, যুগ্ম আহবায়ক নেছার আলী, আবু সাঈদ জুবেরী ছাদ, রুহেল খন্দকার, শ্রমিক নেতা জাকারিয়া আহমদ টিপু, জাকারিয়াউল হক, আব্দুল আহাদ ইসলাম, সিলাম ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজিবুর রহমান, প্যানেল চেয়ারম্যান ও ৯নং ওয়ার্ড মেম্বার ছাদিক মিয়া, ৮নং ওয়ার্ড মেম্বার আব্দুল আলী, ৪নং ওয়ার্ড মেম্বার সাহেল চৌধুরী কামাল, ৬নং ওয়ার্ড মেম্বার শানুর আহমদ, ২নং ওয়ার্ড মেম্বার কয়েছ আহমদ, দক্ষিণ সুরমা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিক আলী, নিজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন, তুহিন চৌধুরী, কামাল আহমদ, আহমদ শাহ, ইসবর আলী, গিয়াস উদ্দিন, আলাউদ্দিন আলাই, হামজা বকত, আদিল হোসেন লিমন, মনোয়ার বকস, সানাউল হক জাকির, দৈনিক আজকালের খবরের সিলেট ব্যুরো অফিসের স্টাফ ফটোগ্রাফার এম সারওয়ার হেসেন সৌরভ প্রমুখ।