পরিকল্পনামন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক
শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক হাবিবুর রহমান তালুকদারকে চিরবিদায়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২১, ৩:০৫:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান তালুকদারকে দাফন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ২ টায় দিরাই পৌরসভার রাধানগর ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন প্রখ্যাত আলেম শায়খুল হাদীস মাওলানা নুরুল ইসলাম খান।
জানাজা ও দাফন কার্যক্রমে দিরাই উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, জেলা আওয়ামীলীগের সদস্য আলতাব উদ্দিন, পৌর মেয়র বিশ্বজিৎ রায়সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
এদিকে, জানাজার পূর্বে প্রয়াত সাংবাদিক হাবিবুর রহমান তালুকদারের কফিনে আওয়ামীলীগের পক্ষ থেকে দলের জেলা সদস্য আলতাব উদ্দিন , উপজেলা সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ্দৌলা তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার ও পৌরবাসীর পক্ষে দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
হাবিব তালুকদার সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। নির্লোভ-নিরহংকার হাবিব তালুকদার দীর্ঘদিন দিরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের একান্ত আস্থাভাজন সাংবাদিক হাবিব দিরাইয়ে দলমত নির্বিশেষে সকলের প্রিয়পাত্র ছিলেন।
পেশাগত দায়িত্ব পালনে তিনি জীবনের প্রতিটি মুহূর্তে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন কলম সৈনিক । দিরাই-শাল্লা সহ প্রত্যন্ত অঞ্চলের গণমানুষের দাবী নিয়ে রাজনৈতিক মঞ্চেও তাঁর সরব উপস্থিতি ছিল। তাঁর মৃত্যুতে সাংবাদিক অঙ্গনসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পরিকল্পনামন্ত্রীর শোক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি এক শোকবার্তায় প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
এছাড়া, তাঁর মৃত্যুতে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা ) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও পীর ফজলুর রহমান মিসবাহ, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, সিলেটের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য আলতাব উদ্দিন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ মো: রেনু, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপ-বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার, দৈনিক ইত্তেফাকের সিলেট ব্যুরো প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, বিভিন্ন মহল থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। তারা প্রয়াত হাবিব তালুকদারের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সুনামগঞ্জের দিরাই পৌরসভার রাধানগর গ্রামের মরহুম আব্দুল হাসিম তালুকদারের জেষ্ঠ্য পুত্র হাবিবুর রহমান তালুকদার গত রোববার দিবাগত রাতে সিলেট নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
মুত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্কুল শিক্ষিকা স্ত্রী, ২ পুত্র, ভাইবোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ওগুণগ্রাহী রেখে গেছেন। তিনি দিরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মৃত্যুকালে সভাপতির দায়িত্ব পালন করছিলেন। চার দশক ধরে সাংবাদিকতায় সক্রিয় হাবিব তালুকদার দৈনিক ইত্তেফাক ও সিলেটের ডাক’র দিরাই উপজেলা প্রতিনিধি । এছাড়া, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বাংলাদেশ বেতারের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।