শ্রীমঙ্গল পৌর নির্বাচনে বিএনপি নেতা মহসিন মিয়া মধু বিজয়ী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২১, ৩:১৬:৪৪ অপরাহ্ন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে বিএনপি নেতা স্বতন্ত্র নারিকেল গাছ প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র মো. মহসিন মিয়া মধু ৪৫৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক।
গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার তপন জ্যোতি অসীম বেসরকারী ভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন। বিএনপি নেতা স্বতন্ত্র নারিকেল গাছ প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র মো. মহসিন মিয়া মধু মোট ভোট পান ৫৯৮৯ এবং নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক। মোট ভোট পেয়েছেন ৫৫৩২ টি এবং স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতিকের শেখ আছাদ উদ্দিন আহমেদ পেয়েছেন ২২১ ভোট। এছাড়াও ৩১ ভোট বাতিল হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।