শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দিনেশ গুনাবর্ধনে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২২, ৪:৩৩:১৫ অপরাহ্ন

ডাক ডেস্ক : শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রবীণ আইনপ্রণেতা দিনেশ গুনাবর্ধনে।
গতকাল শুক্রবার তিনি শপথ নেন। তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট পার করা দ্বীপরাষ্ট্রটিতে নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার একদিন পর গুনাবর্ধনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন।
কলম্বোতে বিক্ষোভকারীদের ওপর সেনা সদস্যদের আক্রমণ ও তাদের সরিয়ে দেওয়ার ঘণ্টা কয়েক পর এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে। ইতোমধ্যে নতুন সরকার বিক্ষোভ দমনে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে।
সামরিক পোশাক পরা কর্মকর্তাদের সামনে প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের উপস্থিতিতে গুনাবর্ধনে শপথ নেন। এ সময় আইনপ্রণেতা ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একইদিন মন্ত্রিসভার বাকি সদস্যরাও শপথ নেওয়ার কথা।
অর্থনৈতিক অব্যবস্থাপনা ও ইউক্রেনে আগ্রাসনের কারণে শ্রীলঙ্কার সংকটকে ঘিরে দেশটিতে দীর্ঘদিন ধরেই বিক্ষোভ চলে আসছে। যার কারণে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পালাতে বাধ্য হয়েছেন।