সংহতি জানিয়ে শিক্ষার্থীদের পাশে বিভিন্ন সংগঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২২, ২:২৯:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে মিছিল মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দেখা করে তাদের প্রতি সংহতি প্রকাশ করেছে সিলেট মহানগর বিএনপি। শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলা শাখা। এদিকে, জজকোর্টের সামনে শাবিপ্রবিরি সাবেক শিক্ষার্থী আইনজীবীদের উদ্যোগে এক মানববন্ধনে শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহবান জানানো হয়েছে। এছাড়া, বিক্ষোভ মিছিল করেছে, সিলেট জেলা ও মহানগর ছাত্রদল, প্রগতিশীল ছাত্রজোট, মদনমোহন কলেজ ছাত্রদল।
মহানগর বিএনপি ঃ শাবিপ্রবির আমরণ অনশনে আন্দোলনরত শিক্ষার্থীদের দেখতে গতকাল বৃহস্পতিবার সিলেট মহানগর বিএনপি’র একটি প্রতিনিধিদল অনশনরত শিক্ষার্থীদের সাথে দেখা করেন । সন্ধ্যা ৫টায় সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি ও সদস্য সচিব মিফতা সিদ্দিকীর নেতৃত্বে প্রতিনিধিদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির মূলফটকে শিক্ষার্থীদের আমরণ অনশনে উপস্থিত হয়ে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। এ সময় নেতৃবৃন্দ বলেন, এই প্রতিষ্ঠানের সাথে সিলেটের মান সম্মান জড়িয়ে আছে। শিক্ষার্থীরা শীতের মধ্যেও তাদের ন্যায় সংগত দাবিগুলো নিয়ে সরব হয়েছিল। কিন্তু তাদের দাবিগুলো না মেনে উল্টো তাদের উপর হামলা করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। সামাজিক ও রাজনৈতিক দায়বদ্ধতা থেকে তারা এখানে এসেছেন বলে উল্লেখ করে নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহবান জানান। সিলেট মহানগর বিএনপির প্রতিনিধি দলে ছিলেন শাখার আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি, সদস্য সচিব মিফতা সিদ্দিকী, যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, এমদাদ হোসেন চৌধুরী, সালেহ আহমদ খসরু প্রমুখ।
শাবির প্রাক্তন শিক্ষার্থী আইনজীবী ঃ শিক্ষার্থীদের উপর নগ্ন হামলার প্রতিবাদ, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যবস্থা, শিক্ষার্থীদের জীবন ও শিক্ষার নিরাপত্তা বিধান এবং অবিলম্বে ন্যায্য দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট জজকোর্টের সামনে আইন পেশায় জড়িত শাবিপ্রবিরি সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শাবি’র ১ম ব্যাচের প্রাক্তন ছাত্র এডভোকেট সেলিম মু. আলী আসগরের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র এডভোকেট মোহাম্মদ আব্দুর রবের পরিচালনায় মানববন্ধনে ব্যক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ব্যারিস্টার ফজল চৌধুরী, জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলা সভাপতি এডভোকেট আল-আসলাম মুমিন, এডভোকেট মোঃ তাজ উদ্দিন মাখন, এডভোকেট বদিউল আলম লিটন, এডভোকেট শফিকুর রহমান শফিক, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট তাজ রীহান জামান, এডভোকেট নাজমুল ইসলাম, এডভোকেট সাদেক আহমদ সাজন, এডভোকেট মুমিনুজ্জামান, প্রাক্তন ছাত্র প্রফেসর আব্দুল জলিল, আব্দুল কাদির, এডভোকেট গিয়াস উদ্দিন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, শাবিপ্রবি সিলেট তথা সারাদেশের গৌরব। ছাত্রী হলের শিক্ষার্থীদের ন্যায্য দাবি অবজ্ঞা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমস্যার সমাধান না করে পুলিশ দিয়ে ছাত্র-ছাত্রীদের উপর নগ্ন হামলা করে আজকের পরিস্থিতি সৃষ্টি করেছেন। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও ন্যায্য দাবি মেনে নেয়ার জোর দাবি জানান।
মহিলা পরিষদ ঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রীদের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এবং হামলাকারীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলা শাখা। জেলা শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে পরিষদের সভাপতি ছবি রাণী হাওলাদার ও সাধারণ সম্পাদক রওশন আরা মুকুল এ দাবি জানান ।
প্রগতিশীল ছাত্রজোট ঃ শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সিলেটে সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। সমাবেশে ছাত্রজোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, উপাচার্য শিক্ষার্থীদের উপর বুলেট ছোঁড়ার নির্দেশ দিয়ে উপাচার্য পদে থাকার অধিকার হারিয়েছেন। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।’ এর আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনশনে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীকে দেখতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে যান। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি দীপংকর সরকারের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নগর সভাপতি সঞ্জয় কান্ত দাসের পরিচালনায় গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, প্রগতিশীল ছাত্র জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মো. ফয়েজ উল্লাহ, ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার ও ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য রেহনুমা রোবাইয়াত। সমাবেশে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলার সদস্য প্রণব জ্যোতি পাল, ছাত্রফ্রন্ট সিলেট নগর শাখার সাবেক সভাপতি রেজাউর রহমান রানা ও ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি সরোজ কান্তি, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক প্রমুখ।
জেলা ও মহানগর ছাত্রদল ঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিরীহ ছাত্র-ছাত্রীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে এবং খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, বিদেশে সু-চিকিৎসার দাবিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় মিছিলটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামন থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্বে করেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি হেলিম খান মাসুদ। মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রফিক আহমদ, সহসাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ছাত্রদল নেতা শফি উদ্দিন, ১১নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব সঞ্জয় দাস, মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সায়েক আহমদ, মদনমোহন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিয়াদ আহমদ, ৩নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক অপু চন্দ্র, ১১নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, আলেক আহমদ, মো. রনি হোসেন, মাহফুজুর রহমান তানভীর, মহানগর ছাত্রদলের সদস্য আবু তাহের, মার্জান কবির।
মদন মোহন কলেজ ছাত্রদল ঃ শাবিপ্রবিতে শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা এবং শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার দাবি জানিয়ে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মদন মোহন কলেজ ছাত্রদল। কলেজ ছাত্রদলের আহŸায়ক মোক্তার আহমদ মোক্তার ও সদস্য সচিব মকসুদুল করিমের নেতৃত্বে নগরীর সুবিদবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহŸায়ক কামরান উদ্দিন অপু, নাজিব আহমদ, বেলাল আহমদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহŸায়ক ফাহিম আহমদ শাকিল, কাজী ইমরান তালুকদার, ইমামুল হক হোসেন, মোঃ সুহেল আহমদ প্রমুখ।