সরকারি ভবনগুলোতে অব্যবস্থাপনা দূর করার দাবি দুর্নীতি মুক্তকরণের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২২, ১:০০:৩৪ অপরাহ্ন

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সহসভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুন কুমার দেব এক বিবৃতিতে বলেন, সম্প্রতি টিআইবি’র এক প্রতিবেদনে সেবা খাতে দুর্নীতির ভয়াবহ তথ্য উঠে এসেছে। সরকারি সেবাখাতে ৭১ শতাংশ পরিবার দুর্নীতির শিকার।
অনতিবিলম্বে গণমাধ্যমে প্রকাশিত এই সংবাদগুলো আমলে নিয়ে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সমস্যার সমাধান, দুর্নীতিবাজ ব্যক্তিদের বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি