সরকারের পাশাপাশি বন্যাদুর্গতদের সহায়তায় বিত্তবানদের ভূমিকা প্রশংসনীয় : মুহিবুর রহমান মানিক এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২২, ৬:৩২:১৪ অপরাহ্ন

ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকে বন্যাদুর্গত ২০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। গতকাল শুক্রবার সকালে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অর্থায়নে ও ছাতক সরকারি ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজের হলরুম থেকে আনুষ্ঠানিকভাবে এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেট আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ড. গোলাম রব্বানী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরণ দাস, সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেট আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক আব্দুল খালেক, ইব্রাহীম খলিল, কলেজের অধ্যাপক পার্থ সারথী টিটু, ফখর উদ্দিন স্বপন, অনন্ত সরকার, মুজিবুর রহমান, ফরিদা বেগম, সাবেক অধ্যাপক হরিদাস রায়, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, মোশাহিদ আলী প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, কলেজের প্রধান অফিস সহকারী আব্দুস শহিদ, হিসাবরক্ষক আব্দুর রহিম, যুবলীগ নেতা কোহিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় অধ্যক্ষ তুলসী চরণ দাসের সভাপতিত্বে ত্রাণবিতরণ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, ছাতকের বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন, সমাজের বিত্তবান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সরকারি ও বে-সরকারি বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠান। তিনি সকল দাতা ও সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ভয়াবহ বন্যায় এ অঞ্চলের মানুষদের নিঃস্ব করে দিয়েছে। কাজেই মানুষকে বাঁচাতে ও তাদের পুনর্বাসনের জন্য সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। সকলের সহযোগিতার মাধ্যমেই মানুষ তাদের পূর্বের অবস্থানে ফিরে যেতে পারবে।