সরকার কখনই ইসির ওপর প্রভাব বিস্তার করেনি: কাদের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ৬:৪৪:৩৮ অপরাহ্ন

অনলাইন ডেস্ক::
দেশের নির্বাচন পরিচালনার কাজে সরকারের পক্ষ থেকে কখনই নির্বাচন কমিশনের (ইসি) ওপর প্রভাব বিস্তার করা হয়নি, আগামীতেও হবে না বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওয়ায়দুল কাদের।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখতে বদ্ধপরিকর। সুতরাং নির্বাচন পরিচালনার কাজে সরকারের পক্ষ থেকে কখনই নির্বাচন কমিশনের ওপর প্রভাব বিস্তার করা হয়নি, আগামীতেও হবে না।
‘নির্বাচন কমিশন দেশের সংবিধান ও প্রচলিত আইনের মধ্যে থেকেই নির্বাচন পরিচালনা করে থাকে এবং নির্বাচনের সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে থাকে’, যোগ করেন ওবায়দুল কাদের।