সাংবাদিক করিম মিয়ার পিতা শাহাব উদ্দিনের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২২, ৫:০২:৪৬ অপরাহ্ন

ডাক ডেস্ক ॥ সিলেট প্রেসক্লাবের সদস্য করিম মিয়ার পিতা শাহাব উদ্দিন আর নেই। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযা আজ শুক্রবার বাদ জুমা বরইকান্দি রিয়াছত জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
সিলেট প্রেসক্লাব সদস্য মো. করিম মিয়ার পিতা শাহাব উদ্দিনের মৃত্যুতে সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।