সাইবার হামলার শিকার অস্ট্রেলিয়া
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২০, ২:৫৫:৪১ অপরাহ্ন

লাগাতার সাইবার হামলার শিকার হচ্ছে অস্ট্রেলিয়া। সেখানকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, শিল্পপ্রতিষ্ঠান, এমনকি আঞ্চলিক সরকারকেও লক্ষ্য করে এ হামলা চালানো হচ্ছে ।
বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলনে মরিসন বলেন, ‘অস্ট্রেলীয় প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রভিত্তিক সুসংঘবদ্ধ সাইবার হামলার শিকার হচ্ছে। এতে সব পর্যায়ের সরকার, শিল্পপ্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, শিক্ষা, স্বাস্থ্য, জরুরিসেবাসহ বিভিন্ন খাতকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।’
কারা বা কোন দেশ এ সাইবার হামলা চালাচ্ছে তা উল্লেখ না করলেও এমন কাজ করতে সক্ষম দেশের সংখ্যা খুব বেশি নয় বলে জানিয়েছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী।
এদিকে, অস্ট্রেলিয়ায় এ সাইবার হামলায় চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়ার মতো দেশগুলো জড়িত থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তিনি বলেন, ‘রাশিয়ানরা এটা করতে পারে, উত্তর কোরিয়া পারে। তবে তাদের কারোরই এত বিপুল আগ্রহ নেই। অঙ্গরাজ্য ও আঞ্চলিক সরকার বা বিশ্ববিদ্যালয়ে আগ্রহ নেই ওদের। একমাত্র দেশ যার এত গভীরে যাওয়ার আগ্রহ এবং গোয়েন্দা ব্যবস্থা রয়েছে, সেটি হচ্ছে চীন।’