সালাউদ্দিন আলী আহমদের দাফন সম্পন্ন; বিভিন্ন মহলের শোক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২১, ৭:০৪:১৮ অপরাহ্ন

অনলাইন ডেস্ক::
সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন আলী আহমদ মারা গেছেন। বুধবার সকাল ৭ টায় নগরীর দরগাহ গেইট সংলগ্ন নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ বুধবার বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাকে শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। তাঁর জানাজার নামাজে সিলেটের রাজনৈতিক, ব্যবসায়ীক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলী সিলেট চেম্বারের সাবেক সভাপতি, এছাড়া এফবিসিসিআই- এর পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। সিলেটের দরগা গেইটে তাঁর মালিকানায় স্টার প্যাসিফিক নামের একটি তারকা হোটেলও রয়েছে। সালাউদ্দিন আলী আহমদের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি সম্প্রতি দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন।
এফবিসিসিআই’র সাবেক পরিচালক সিলেটের এই ব্যবসায়ী সিলেটসহ সারাদেশে সকল মহলে অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব ছিলেন।
সালাউদ্দিন আলী আহমদের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এক শোক বার্তায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী মরহুমের রুহের মাগফেরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, সালাউদ্দিন আলী আহমদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, সিলেট চেম্বারের সভাপতি এটিএম শোয়েব আহমদ, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক রোটারিয়ান ওয়াহিদুর রহমান ওয়াহিদ।
পৃথক শোকবার্তায় তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।