মতবিনিময় সভায় স্বাস্থ্য মহাপরিচালক
সিভিল সার্জন অফিসের গাছ কাটার ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২২, ৬:৪৬:৪১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের সিভিল সার্জন অফিসের অভ্যন্তরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী কর্তৃক বিনা অনুমতিতে গাছ কাটার ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
সিলেটের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় চৌহাট্টাস্থ স্বাস্থ্য ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম আরও বলেন, স্বাভাবিকভাবেই অনুমতি ছাড়া গাছ কাটা একটি অবৈধ কাজ। অনুমতি ছাড়া এই গাছ তারা কাটতে পারেনা। এটা সিভিল সার্জনের দপ্তরের গাছ। সিভিল সার্জনের এরিয়ার গাছ। সিভিল সার্জনের জায়গাও। এখানে বিভাগীয় পরিচালক আছেন, সিভিল সার্জন আছেন। বিষয়টি তাদেরকে জানাতে পারতেন। তাদের সাথে কথাও বলতে পারতেন। বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, মতবিনিময় সভায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার জেলা ও উপজেলা হাসপাতালগুলোর চিকিৎসা সেবা নিয়ে বিস্তর আলোচনা করা হয়। করোনা মোকাবেলায় ভূমিকা রাখায় চিকিৎসকসহ স্বাস্থ্য কর্মীদেরকে মহাপরিচালক ধন্যবাদ জানান।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম, সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায়, বিভাগীয় সহকারী পরিচালক ডা. নুরে আলম শামীম, সিলেটের সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ারসহ মৌলভীবাজার ও হবিগঞ্জের সিভিল সার্জন, সদর হাসপাতালসমূহের তত্ত্বাবধায়কসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।