গ্রামের বাড়িতে নানা কর্মসূচি গ্রহণ
‘সিলেটপ্রেমী’ এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ৪:১৮:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ২০০৯ সালের এই দিনে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সিলেটের উন্নয়নের ওই রূপকার। সিলেটের উন্নয়নের ক্ষেত্রে আপসহীন সাইফুর রহমান ছিলেন প্রচলিত রাজনীতিবিদদের চেয়ে ব্যতিক্রমী চরিত্রের। মৃত্যুর একদিন আগেও তিনি বলেছিলেন, “আমি সিলেটের মাটি দেখে মরতে চাই”। জীবনের শেষ জুম্মার নামাজ বন্দর বাজার মসজিদে আদায় করেছিলেন ও মসজিদের উন্নয়নে সাহায্য করেছিলেন। তিনি বলেছিলেন, ‘যত দিন বেঁচে থাকব সিলেটকে নিয়েই বাঁচতে চাই-সিলেটই আমার শেষ ঠিকানা’। সিলেটের পথে প্রান্তরে রয়েছে এম সাইফুর রহমানের উন্নয়নের নানা স্মৃতি চিহ্ন। সেই ‘সিলেটপ্রেমী’ এম সাইফুর রহমানের ভক্ত অনুরাগীরা মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি পালন করছে। মৌলভীবাজারেও পারিবারিকভাবে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের জন্ম ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন গ্রামে। তিনি ১৯৪৯ সালে মৌলভীবাজার সরকারি হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫১ সালে সিলেট এম সি (মুরারিচাঁদ) কলেজ থেকে আইএ পাস করেন। ১৯৫৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে তিনি লন্ডনে পড়াশোনা করেন (১৯৫৩-১৯৫৮) এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টট্যান্ট (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস) থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।
এম সাইফুর রহমান শিক্ষাজীবন শেষে ১৯৫৯ সালে ব্রিটিশ অক্সিজেন কোম্পানিতে যোগ দিয়েছিলেন। তাঁর কর্মস্থল ছিল পাকিস্তানের করাচিতে। তবে সে কাজ ছেড়ে তিনি ঢাকায় চলে এসেছিলেন। ১৯৬২ সালে দুই সহকর্মীকে নিয়ে রহমান রহমান হক অ্যান্ড কোম্পানি নামে একটি নিরীক্ষা ফার্ম প্রতিষ্ঠা করেছিলেন। এটি এখন সফল প্রতিষ্ঠান হিসেবে সুখ্যাতি অর্জন করে। যার দায়িত্ব পালন করছেন তারই জ্যেষ্ঠ পুত্র সাবেক এমপি এম নাসের রহমান।
এম সাইফুর রহমান এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্ররাজনীতিতে যোগ দেন এবং সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
বরেণ্য এই অর্থনীতিবিদ ১৯৬৯ সালে পাকিস্তান জাতীয় বেতন কমিশনে বেসরকারি খাত হতে একমাত্র সদস্য মনোনীত হন। তিনি ১৯৭৩ ও ১৯৭৫ সালে বাংলাদেশ জাতীয় বেতন কমিশনের সদস্য ছিলেন।
এম সাইফুর রহমান ১৯৭৬ সালে জিয়াউর রহমানের সরকারের বাণিজ্য উপদেষ্টা নিযুক্ত হন। ১৯৭৭ সালে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলে যোগ দেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৮ সালে এই দলটি জাতীয়তাবাদী দলে (বিএনপি) রূপান্তরিত হয়। তিনি ১৯৭৯ সালে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মৌলভীবাজার সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভায় বাণিজ্য ও অর্থমন্ত্রী এবং ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার সরকারে টেকনোক্র্যাট কোটায় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯৬ সালে এবং পুনরায় ২০০১ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
সিলেট প্রেমিক এম সাইফুর রহমানকে আজও খুুঁজে বেড়ান বৃহত্তর সিলেটের মানুষ। বাংলাদেশের সফল অর্থমন্ত্রী, সিলেট বিভাগের উন্নয়নের রূপকার, দেশের ইতিহাসে ১২ বার জাতীয় বাজেট পেশ করার গৌরব অর্জন করেন এম সাইফুর রহমান। তিনি অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে তলা বিহীন ঝুড়ি থেকে অর্থনীতির চাকাকে করেছিলেন সচল। তিনিই প্রথম বাংলাদেশে ভ্যাট প্রথা চালু করেন।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় সাইফুর রহমানের।
অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার মরহুমের গ্রামের বাড়ি বাহারমর্দনে এম সাইফুর রহমান ও দুররে সামাদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের খাদ্য বিতরণসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও বিকেল ৪টায় এম সাইফুর রহমান যাদুঘর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে মৌলভীবাজার নিতেশ্বর (দুসাই রিসোর্ট সংলগ্ন) স্থানে। এতে জেলা বিএনপির নেতা-কর্মী, নানা শ্রেণী মানুষ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থাকবেন।
জেলা বিএনপি
এদিকে, সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে মরহুমের পরিবার আয়োজিত কর্মসূচি সমূহে যোগদান করার পাশাপাশি মরহুমের কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন করা হবে। মঙ্গলবার সকাল ১১ টায় মৌলভীবাজারস্থ বাহারমর্দন গ্রামে এসব কর্মসূচি পালিত হবে।
এতে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।