সিলেটে আইসিটি ভবন নির্মাণে বিসিএস’কে নাদেলের আশ্বাস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২০, ১১:৩৬:৩১ অপরাহ্ন

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সভাপতি মো. শাহিদ-উল-মুনীর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার রাতে রাজধানীর ধানমন্ডিস্থ বিসিএস ইনোভেশন সেন্টারে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় বিসিএস সভাপতি আগামী ১২ ডিসেম্বর বিসিএস এর উদ্যোগে আয়োজিত আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ সম্পর্কে বিসিবি পরিচালককে অবহিত করেন। এ সময় বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীরসহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলকে ফুলেল শুভেচ্ছা জানান। বিসিবি পরিচালক ক্রিকেট টুর্নামেন্টে থাকার সম্মতি জ্ঞাপন করেন এবং সিলেটে আইসিটি ভবন নির্মাণে সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এ সময় বিসিএস মহাসচিব মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. মুজাহিদ আল বেরুনী সুজন, পরিচালক মো. রাশেদ আলী ভূঁইয়া, বিসিএস সিলেট শাখার চেয়ারম্যান এনামুল কুদ্দুছ চৌধুরী, পিসি গার্ডেনের প্রধান নির্বাহী মো. আহসানুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্ত