সিলেটে করোনায় আরও ২ জনের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২১, ৩:২৫:৫২ অপরাহ্ন

অনলাইন ডেস্ক::
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। তাদের একজন সিলেট ও অন্যজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। নতুন করে আরও ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেটে করোনায় প্রাণহানি হয়েছে মোট ২৮৫ জনের আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৯১ জন।
বুধবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এ প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে শনাক্ত হওয়া ৬১ জন করোনা আক্রান্ত রোগীর ৩৮ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলায় ১২ জন ও মৌলভীবাজার জেলায় আরও ১১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদিন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ও হবিগঞ্জ জেলায় কোন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।
এদিকে নতুন করে করোনায় আক্রান্ত ৬১ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৩৯১ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৭০৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৯৪ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৫০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৯ জন।
একইদিনে সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠা ২৭ জনই সিলেট জেলার বাসিন্দা।
এদিকে বুধবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা ২৮৫ জন। এরমধ্যে সিলেট জেলার ২১৯ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২৪ জন।