সিলেটে তিনদিনব্যাপী নারী উদ্যোক্তা সম্মেলন শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২১, ১:১২:৫৫ অপরাহ্ন

অনলাইন ডেস্ক ::
সিলেটে তিনদিনব্যাপী নারী উদ্যোক্তা সম্মেলন-২০২১ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইন প্রাঙ্গণে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে নারী উদ্যোক্তাদের পরিচালিত ৬২টি স্টল স্থান পেয়েছে।
তিনদিনব্যাপী সম্মেলন উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
একইস্থানে ‘সিলেটের নারী উদ্যোক্তাদের প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উইমেন এন্ড ই-কমার্স (উই) এর সভাপতি নাসিমা আক্তার নিশা।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে নারী উদ্যোক্তাদের কার্যক্রমে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। সিলেটের নারী উদ্যোক্তাদের উন্নয়নে সিলেট চেম্বারের ভূমিকা প্রশংসনীয়।’ আয়োজকদের দাবির প্রেক্ষিতে আগামী মার্চের মধ্যে সিলেট নগরে নারী উদ্যোক্তাদের জন্য একটি পণ্য প্রদর্শন কেন্দ্র চালুর আশ্বাস দেন মেয়র।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘নারী উদ্যোক্তাদেরকে গতানুগতিক ব্যবসা থেকে বেরিয়ে এসে সৃজনশীলতার দিকে ঝুঁকতে হবে। সৃজনশীলতা না থাকলে নারী উদ্যোক্তারা নিজেদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন না।’ সৃজনশীল যেকোনো পরিকল্পনায় সিটি করপোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ^াস দেন তিনি। তিনি সিলেটের ঐতিহ্যবাহী বাঁশ ও বেত শিল্পের কাজে এগিয়ে আসতে নারী উদ্যোক্তাদের প্রতি আহবান জানান। নারী উদ্যোক্তাদের ঋণ গ্রহণ প্রক্রিয়া সহজ করতে বিভিন্ন ব্যাংকের সংশ্লিষ্টদেরকে অনুরোধ জানান তিনি।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, ‘পিছিয়ে পড়া নারী সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে আমরা সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছি। নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে সিলেট চেম্বারে নিয়মিতভাবে প্রশিক্ষণ কর্মশালা, সেমিনারের আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও এ কর্মসূচি অব্যাহত থাকবে।’
তিনি জানান, সম্মেলনে নারী উদ্যোক্তাদের ভ্যাট, ট্যাক্স, বিএসটিআই ও ব্যাংকিংসহ অন্যান্য বিষয়ে ধারণা প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতায় আলাদা বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথ থেকে নারী উদ্যোক্তাগণ প্রয়োজনীয় তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, মো. সাহিদুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান (জামিল), মো. আতিক হোসেন, মো. আমিনুজ্জামান জোয়াহির, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও এফবিসিসিআই’র সাবেক পরিচালক মো. হিজকিল গুলজার, সাবেক পরিচালক এনামুল কুদ্দুছ চৌধুরী, মো. বশিরুল হক, মুজিবুর রহমান মিন্টু, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, পূবালী ব্যাংকের জিএম দেওয়ান জামিল মাসুদ, বিএসটিআই’র সহকারী পরিচালক প্রকৌশলী হাবিবুর রহমান, বিসিক সিলেটের ডিজিএম মির্জা সোহেল, উপজেলা প্রাণিসম্পদ কর্তকর্তা (এলআর.) নারী উদ্যোক্তা উন্নয়ন সাব-কমিটির যুগ্ম-আহ্বায়ক মধুমিতা ইসলাম ও হেলেন আহমদ প্রমুখ।