আজ আ.লীগের সাথে মতবিনিময়
সিলেটে দুই অলির মাজার জিয়ারত করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২২, ৪:৩৭:৩৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ২ দিনের সরকারী সফরে সিলেটে পৌঁছেছেন। মন্ত্রী গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে মন্ত্রী হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজার জিয়ারত করেন।
এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী।
মন্ত্রী আজ শুক্রবার সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময়ে মিলিত হবেন। সার্কিট হাউজে সকাল সাড়ে ১০টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এরপর মন্ত্রী বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্র ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট উপ-কেন্দ্র পরিদর্শন করবেন। বিকেলে তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।