সিলেটে ফের লন্ডনের ফ্লাইট, যাত্রীরা কোয়ারেন্টিনে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২১, ৩:২৫:৫৭ অপরাহ্ন

অনলাইন ডেস্ক::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০ জন যাত্রী নিয়ে ফের অবতরণ করল যুক্তরাজ্য থেকে আসা ফ্লাইট। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।
পরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করার পর সরকারি নির্দেশনায় সেনাবাহিনী ও পুলিশের সার্বিক তত্ত্বাবধানে তাদেরকে বাসে করে ৭দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিজি-২০২ ফ্লাইটে করে ১৫০ জন সিলেটের বাসিন্দা লন্ডন থেকে আসেন তাদেরকে ৭দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।