সিলেটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২২, ৫:৫০:৪৮ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট সিলেট জেলা পর্যায়ের উদ্বোধন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর নামে উৎসর্গকৃত দেশের বড় টুর্নামেন্ট এটি।
সিলেট জেলা প্রশাসন ও সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে নগরীর মাছিমপুরস্থ আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় দুটি টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে বিজয়ী চারটি দল প্রথমে বিভাগ পর্যায়ে পরে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় যাবে।
উদ্বোধনী দিনে ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দুটি ম্যাচেই প্রতিপক্ষ ছিল সিলেট সিটি করপোরেশন ও গোলাপগঞ্জ উপজেলা।
বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে সিলেট সিটি করপোরেশন গোলাপগঞ্জকে ২-০ গোলে হারায়। দ্বিতীয় ম্যাচে কানাইঘাট ৪-০ গোলে বালাগঞ্জকে, তৃতীয় ম্যাচে গোয়াইনঘাট ৩-০ গোলে বিশ্বনাথকে, চতুর্থ ম্যাচে সিলেট সদর ৪-০ গোলে বিয়ানীবাজারকে, পঞ্চম ম্যাচে ওসমানীনগর ১-০ গোলে কোম্পানীগঞ্জকে, ষষ্ঠ ম্যাচে জৈন্তাপুর ৪-১ গোলে ফেঞ্চুগঞ্জকে ও সপ্তম ম্যাচে দক্ষিণ সুরমা ৪-০ গোলে জকিগঞ্জকে পরাজিত করে।
অপরদিকে, বঙ্গমাতা গোল্ডকাপে সিলেট সিটি করপোরেশন টাইব্রেকারে ৩-১ গোলে গোলাপগঞ্জ উপজেলাকে হারায়। দ্বিতীয় ম্যাচে বালাগঞ্জ টাইব্রেকারে ৩-২ গোলে কানাইঘাটকে, তৃতীয় ম্যাচে বিশ্বনাথ ১-০ গোলে গোয়াইনঘাটকে, চতুর্থ ম্যাচে বিয়ানীবাজার ৪-০ গোলে সিলেট সদরকে, পঞ্চম ম্যাচে ওসমানীনগরের সঙ্গে ওয়াকওভার পায় কোম্পানীগঞ্জ, ষষ্ঠ ম্যাচে জৈন্তাপুর ৩-০ গোলে ফেঞ্চুগঞ্জকে ও সপ্তম ম্যাচে জকিগঞ্জ ৩-২ গোলে দক্ষিণ সুরমাকে হারায়।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ এর সভাপতিত্বে টুর্নামেন্ট দুটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ। অতিরিক্ত জেলা প্রশাসক তৌছিফ আহমেদ (শিক্ষা ও আইসিটি)।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিলেট সদর উপজেলার শফিক-রফিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান ও পবিত্র গীতা পাঠ করেন আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিপ্লব দেবনাথ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিলেট সদর উপজেলার দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার নাথ ও আম্বরখানা দর্শনদেউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমূল আক্তার। ধারাভাষ্যে ছিলেন বিশ্বনাথ উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. সোহেল রানা, লুৎফুর রহমান, প্রধান শিক্ষক গনেশ পাল দীপু, সহকারী শিক্ষক নীলকন্ঠ দাস।
খেলা পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ। অন্যান্যের মধ্যে ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. ফারুকুল ইসলাম, প্রধান শিক্ষক মোবারক হোসেন, সুমন চন্দ্র তালুকদার, অপূর্ব দাস, শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক বিমল দাস, আবদুল হাই, মৃদুল দেবনাথ প্রমুখ। খেলার ম্যাচ রেফারি ছিলেন বাফুফের দিপাল কুমার সিংহ ও সমর চৌধুরী।