সিলেটে মারামারিতে প্রাণ গেল রিকশাচালকের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২১, ৫:৩৮:৪৪ অপরাহ্ন

অনলাইন ডেস্ক::
সিলেট মহানগরের অন্তর্গত দক্ষিণ সুরমা থানাধীন লাউয়াই এলাকায় গাঁজা খেয়ে মারামারি করে সহযোগী রিকশাচালকদের হাতে খুন হয়েছে ফরিদুল ইসলাম (২৬) নামের এক রিকশাচালক। রোববার দিবাগত রাত সোয়া ১২টায় কাশবন আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন খোজারখলার আবদুস সবুর মিন্টু মিয়ার কলোনিতে এ ছুরিকাঘাতে গুরুতর আহত হন ফরিদুল। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হচ্ছে রংপুর জেলার কোতোয়ালি থানাধীন মনসুর আলীর ছেলে জিয়ারুল (২৫) ও একই থানাধীন মুন্সিপাড়ার নূরুল ইসলামের ছেলে বুলবুল ইসলাম (৩০)। তারা বর্তমানে খোজারখলার মিন্টু মিয়ার কলোনির ভাড়াটিয়া। এ ঘটনায় সম্পৃক্ত অপর এক চালকের পরিচয় শনাক্ত করা যায়নি।
সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ কমিশনার বি. এম. আশরাফ উল্যাহ তাহের জানান, রবিবার রাত সোয়া ১২টার দিকে মিন্টু মিয়ার কলোনিতে বসে গাঁজা সেবন করেন ৪ রিকশাচালক যুবক। এসময় তাদের মধ্যে কথা কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। জিয়ারুল, বুলবুল ও অপর চালক মিলে ফরিদুল ইসলামের ডান উরুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক জখম করা হয়। রাত সাড়ে ১২টার দিকে তারাই ফরিদুলকে ওসমানী মেডিকেলে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
এদিকে এ ঘটনায় তাৎক্ষণিক জিয়ারুল ও বুলবুলকে আটক করেছে পুলিশ।