সিলেটে হঠাৎ ঝড়ো হাওয়াসহ বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২১, ২:৫০:২০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :
শীতের শেষ আর গরমের শুরু, ঠিক এমন সময় সিলেটবাসী উপভোগ করলেন ফাল্গুনের প্রথম বৃষ্টি। গতকাল শনিবার রাত পৌনে ৮টার দিকে এ বৃষ্টি হয়। সেই বৃষ্টি স্বস্তি নিয়ে আসলেও সাথে ছিলো কিছুটা দুর্ভোগও।
গত কয়েকদিন ধরে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়ে আসছিলো আবহাওয়া অধিদপ্তর। সেই পূর্বাভাসকে সত্যি করে গতকাল হঠাৎ করেই আসলো বৃষ্টি। বেশী সময় স্থায়ী না হলেও সেই বৃষ্টি আসে প্রবলবেগে। সাথে ছিলো দমকা হাওয়া। এতে সিলেটের অনেক স্থানে বিদ্যুৎ চলে যায়। নগরীর পূর্ব জিন্দাবাজারে ট্রান্সফরমারে বিকট শব্দ করে চলে যায় বিদ্যুৎ।
এদিকে, শীতের শেষ এবং গরমের শুরুতে আসা এ বৃষ্টি নগরজীবনে অনেকটা স্বস্তি নিয়ে আসে। অনেকেই বৃষ্টিকে উপভোগ করেছেন। হঠাৎ বৃষ্টিতে কিছু সময়ের জন্য থমকে দাঁড়ায় জনজীবন। দফায় দফায় বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। নগরীর ভেতর উন্নয়ন কাজ চলমান থাকায় অনেকস্থানে ছিলো খানাখন্দ। হঠাৎ করে বৃষ্টি আসায় অনেকস্থানে পানি জমে যায়। এতে কিছুটা দুর্ভোগও হয় পথচারীদের। আবার ধূলোজমা সড়কে এই বৃষ্টি স্বস্তির কারণও হয়েছে। অপরদিকে, ফাল্গুনের শেষ দিকে বোরো ধান, আমের মুকুল, লিচু গাছসহ নানা ফসলাদীর জন্য এ বৃষ্টিকে উপকার হিসেবে দেখছেন কৃষকরা।