সিলেট আ লীগের ৪০ নেতাকর্মীর কারান্তরীণের ১৫ বছর পূর্তি আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২২, ৬:৪০:৪৭ অপরাহ্ন

২০০৭ সালের ১৪ মে আলোচিত ওয়ান ইলেভেনের সময় সিলেট শহরতলীর বটেশ^রে একটি সামাজিক অনুষ্ঠান থেকে গ্রেফতার হন আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মী। এই নেতাকর্মীদের কারান্তরীণের ১৫ বছর পূর্তি উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২ টায় আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন কারানির্যাতিতরা।
আয়োজিত কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী। বিজ্ঞপ্তি।