সিলেট বইমেলায় ভিড় বাড়ছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৪২:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট বইমেলায় পাঠকের ভিড় বাড়ছেই। প্রতিদিনই নানা শ্রেণি-পেশার মানুষ ভিড় জমাচ্ছেন মেলা প্রাঙ্গণে। পাঠকেরা স্টল ঘুরে পছন্দের বই কিনছেন। জটলা বেঁধে লেখকেরা জমাচ্ছেন আড্ডা। গতকাল বুধবার ছিল মেলার চতুর্থ দিন। নগরীর চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মেলা চলছে।
প্রথম আলো বন্ধুসভা সিলেটের উদ্যোগে ও সিটি কর্পোরেশনের সহযোগিতায় অষ্টমবারের মতো আয়োজিত বইমেলা গত রোববার বিকেলে শুরু হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে। পরে মেলার উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় প্রধান আলোচকের বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবি শামীম রেজা। এ পর্ব সঞ্চালন করেন প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমন কুমার দাশ। আয়োজকেরা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার মেলার পঞ্চম দিনে সিলেটের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বইয়ের মোড়ক উন্মোচন ও লেখক আড্ডাসহ নানা আয়োজন রয়েছে। এ ছাড়া প্রতিদিনই মেলার মাঠজুড়ে সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা আড্ডায় মিলিত হচ্ছেন। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা বইপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে।
এবারের মেলা উৎসর্গ করা হয়েছে প্রয়াত কবি ফজলুল হক ও নাট্য ব্যক্তিত্ব মিসফাক আহমদ চৌধুরীকে। মেলায় ঢাকা ও সিলেটের ২০টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। অংশগ্রহণকারী প্রকাশনাসংস্থা গুলো হচ্ছে-প্রথমা, কথাপ্রকাশ, অন্বেষা প্রকাশন, উৎস প্রকাশন, অ্যাডর্ন পাবলিকেশন, বাবুই, নাগরী, বাসিয়া প্রকাশনী, ঘাস প্রকাশন, পাণ্ডুলিপি প্রকাশন, পাপড়ি, অভ্র প্রকাশন, বুনন প্রকাশন, মাছরাঙা প্রকাশন, জসিম বুক হাউস, স্বপ্ন ’৭১, নগর, নোভা বুকস অ্যান্ড পাবলিশার্স, গাঙুড় প্রকাশন এবং শব্দকথা প্রকাশন।
গতকাল বুধবার বইমেলায় সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ভাষাসংগ্রামী মো. আব্দুল আজিজ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমাণ্ডার ভবতোষ রায় বর্মণ রানা, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম ও সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমাদ দীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মু. আনোয়ার হোসেন রনি ও প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, লোক সংস্কৃতি গবেষক সুমন কুমার দাশ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সমর বিজয় সী শেখরসহ সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।