সিলেট বিভাগে করোনায় আরও ২ জনের মৃত্যু, সংক্রমণ ৩৭ শতাংশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২২, ৩:১৫:৪৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় এখন পর্যন্ত ১ হাজার ১৯৬ জনের মৃত্যু হলো। একই সময়ে ১ হাজার ৭৩৩ জনের নমুনা পরীক্ষায় ৬৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণের হার ৩৭ দশমিক শূন্য ৫।
গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে নতুন করে করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ৪৩৫, সুনামগঞ্জের ৬৭, হবিগঞ্জের ২৯ ও মৌলভীবাজারের ১১১ জন আছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৭ জন। গতকাল সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৯১ জন। তাদের মধ্যে ৭ জনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিমাংশু লাল রায় বলেন, বিভাগে করোনার আক্রান্তের হার বেড়েছে। এ ছাড়া ঘরে ঘরে মানুষ জ্বর-সর্দিতে আক্রান্ত হচ্ছেন। সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি বিধিনিষেধ জারি করা হয়েছে। সবাইকে বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।