সিলেট বিভাগে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ৪:৪৭:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: নানা আয়োজনের মধ্যদিয়ে সিলেটে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩’ উদযাপন করেছে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান। পুরো বিভাগ জুড়ে এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি, মতবিনিময় সভা, মেলা আয়োজন, বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান, নগরজুড়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে সিসিকের উন্নয়ন-সেবা সংক্রান্ত প্রচারণা চালানো হয়।
সিলেট সিটি কর্পোরেশন: গতকাল রোববার নগর ভবন প্রাঙ্গন থেকে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপনের অংশ হিসেবে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। এসময় রঙ্গিন বেলুন উড়িয়ে দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচী সমূহের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। পরে র্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবনে এসে শেষ হয়। এতে সিসিকের কাউন্সিলরগণ, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ অংশ নেন।
কর্মসূচীর অংশ হিসেবে নগর ভবন প্রাঙ্গনে ৫ দিন ব্যাপি ‘জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা’ আয়োজন করেছে সিসিক। সিসিক কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত এই মেলায় নাগরিকগণ একই প্লাটফর্মে সবধরণের সেবা পাবেন। মেলায় ওয়ানস্টপ সার্ভিস বুথের মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশন থেকে প্রদেয় সবধরনের সেবা প্রদান করা হবে।
এবারের মেলায় যাদের এখনও রিভিউ হয়নি তারা হোল্ডিং টেক্স মওকুফের সুযোগ পাবেন। বিশেষ ছাড়ে বকেয়া কর প্রদান, লাইসেন্স ফি- এর সারচার্জ ও জরিমানা কর্তন, বকেয়া দোকান ভাড়া এককালীন প্রদানে সুদের হার মওকুফ, বিশেষ ছাড়ে বকেয়া পানির বিল প্রদান, জন্ম নিবন্ধন সেবা ও সকল ধরণের ভ্যাক্সিনেশনের সেবা সহজেই গ্রহণ করতে পারবেন নাগরিকগণ।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, স্থানীয় সকার ব্যবস্থাপনাকে আরো শক্তিশালী করণ ও নাগরিকদের উন্নয়ন এবং সেবা সমূহ প্রদানে আরো স্বচ্ছতা আনতে সিলেট সিটি কর্পোরেশনের এই আয়োজন। ৫ দিন ব্যাপি এই মেলায় সিলেট মহানগরের নাগরিকবৃন্দকে আমন্ত্রন জানান তিনি।
এছাড়া দিবসটি উপলক্ষে সিটি কর্পোরেশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি, মতবিনিময় সভা, মেলা আয়োজন, বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান, নগরজোড়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে সিসিকের উন্নয়ন-সেবা সংক্রান্ত প্রচারণা করা হয়।
দক্ষিণ সুরমা : দক্ষিণ সুরমা প্রতিনিধি জানান, দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকালে ৩দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়।
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, মেলা। এ উপলক্ষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধর, দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) আবুল হোসেন, মোগলাবাজার থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ, ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, শাহ ওলিদুর রহমান, আতিকুল হক, ওয়েস আহমদ, মামুন খান ও ইকরামুল হক প্রমুখ। মেলায় ১৫টি স্টল রয়েছে। স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
জৈন্তাপুর : জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত তিন দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষে উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে। সকালে মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস বশির উদ্দিন, জৈন্তাপুর মডেল থানার অফিসার (তদন্ত) মো: আব্দুর রব, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম, উপজেলা প্রকৌশলী একে এম রিয়াজ মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা একে আজাদ ভুইয়া, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শওকত আলী। অনুষ্ঠানের শুরুতে উপজেলা সদরে এক র্যালি বের করা হয়।
বিশ্বম্ভরপুর : বিশ্বম্ভরপুর ( সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বিশ্বম্ভরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্ত মঞ্চে মেলাঙ্গনে এসে শেষ হয়। পরে জাতীয় স্থানীয় সরকার দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি শিল্পী রানী মোদক। ইউএনও অফিসের আলাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন। আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, ধনপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিলন মিয়া, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ। আলোচনা সভার পরে অতিথিবৃন্দ মেলাঙ্গনে স্টল গুলো পরিদর্শন করেন।
শাল্লা : শাল্লা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদাদতা জানান, শাল্লা উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা সদরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ গণ মিলয়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী মোঃ আবু তালেবের সভাপতিত্বে ও হবিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য সচিব সমির সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, উপজেলা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন তুষার, প্রাণিসম্পদ কর্মকর্তা সজিব হাওলাদার, এস আই আব্দুল আলীম। অনুষ্ঠানে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের সদস্য সচিব , গ্রামপুলিশ, উপজেলার স্কাউট দল, শিক্ষক- শিক্ষার্থী সহ প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল : শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, শ্রীমঙ্গলে জাতীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) সন্দীপ তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, প্রাণীসম্পদ কর্মকর্তা ড. কর্ণ চন্দ্র মল্লিক, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস কুমার রায়, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইউছুফ হোসেন খাঁন প্রমুখ।
মাধবপুর : মাধবপুর (হবিগঞ্জ) খেকে নিজস্ব সংবাদদাতা জানান, মাধবপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক.প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ.উপজেলা প্রকৌশলী মোঃ শাহআলম.উপজেলা আওয়ামীলীগ সম্পাদক আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান, পৌর সচিব আমিনুল ইসলাম প্রমূখ। দিবস উপলক্ষে হল রুমে বিভিন্ন দপ্তরের স্টল বসে। এর আগে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান জনপ্রতিনিধি সহ স্টল গুলো পরিদর্শন করেন।