সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩৫৮
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২২, ২:২১:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ৩৫৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৬১ভাগ। এছাড়া এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩জন ও করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৪জন। এ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত কোন রোগীর মৃত্যু নেই।
গতকাল বৃহস্পতিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় ১৯২৪ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত ৩৫৮ জনের মধ্যে সিলেট জেলার ১৯১ জন,ওসমানী হাসপাতালের ৩৮ জন, সুনামগঞ্জ জেলার ২৫ জন, হবিগঞ্জ জেলার ২৬ জন ও মৌলভীবাজার জেলার ৭৮ জন। সিলেট জেলায় শনাক্তের হার ১৪ দশমিক ৪৫ শতাংশ, সুনামগঞ্জ জেলায় ৪৩ দশমিক ১০ শতাংশ, হবিগঞ্জ জেলায় ৩৩ দশমিক ৩৩ শতাংশ ও মৌলভীবাজার জেলায় ৩৮ দশমিক ৪২ শতাংশ।
২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২৩ জনের মধ্যে ২২ জন সিলেট জেলার ও ১ জন হবিগঞ্জ জেলার। সুস্থ হওয়াদের মধ্যে ৫ জন সিলেট জেলার, ৪৫ জন হবিগঞ্জ জেলার ও ৪জন মৌলভীবাজার জেলার।
বর্তমানে চার জেলার হাসপাতালে ভর্তি ৭৮ জনের মধ্যে সিলেট জেলার ৬৬ জন,সুনামগঞ্জ জেলার ৩জন, হবিগঞ্জ জেলার ২ জন ও মৌলভীবাজার জেলার ৭ জন। এছাড়া, সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি ১০ জন রোগীর মধ্যে করোনা সন্দেহজনক ৬ জন ও পজেটিভ ৪ জন।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১ হাজার ১৮৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৭৪ জন মারা গেছেন, ওসমানী হাসপাতালে ১১৮ জন, সুনামগঞ্জে ৭৫ জন, হবিগঞ্জের ৪৮ জন ও মৌলভীবাজারের ৭২ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ৫৬ হাজার ৬৯৬ জন। অন্যদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ৫০ হাজার ২৮৮ জন।