সিলেট বেইজড লায়ন্স ক্লাবসের রিসিপশন অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২২, ১:১১:৩৩ অপরাহ্ন

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা গভর্ণর টিমের সম্মানে সিলেট বেইজড লায়ন্স ক্লাবসের উদ্যোগে শনিবার রাতে নগরীর একটি কনভেনশন হলে রিসিপশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহের ও সঞ্চালনা করেন এডভাইজার টু ডিজিস কাউন্সিল লায়ন আমিন উদ্দিন আহমদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা গভর্ণর লায়ন শরীফ আলী খান এমজেএফ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন শাহেনা রহমান এমজেএফ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লায়ন কাজী আব্দুল মুকিত ও আনুগত্যের শপথ পাঠ করেন লায়ন এডভোকেট গংগেশ চন্দ্র দাশ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট লায়ন্স ফাউন্ডেশনের সেক্রেটারি লায়ন ইমরান আহমদ এমজেএফ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেবিনেট সেক্রেটারি লায়ন মীর সফিকুল ইসলাম কনক, কেবিনেট ট্রেজারার লায়ন ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান এমজেএফ, অক্টোবর সার্ভিস মাস অবজারভেশন কমিটির চেয়ারম্যান লায়ন ড. সরওয়ার জাহান জামিল, জেলা গভর্নরের পত্নী লায়ন রেখা শরিফ, সিলেট লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন জুবায়ের আহমদ চৌধুরী, জিএমটি কোঅর্ডিনেটর লায়ন ফিরুজ আহমদ, অক্টোবর সার্ভিস মাস অবজারভেশন কমিটির সেক্রেটারি লায়ন তানভীর আহমদ, ট্রেজারার লায়ন আফজাল সরদার, এডভাইজার টু ডিজিস কাউন্সিল লায়ন সাজুয়ান আহমদ, সিলেট লায়ন্স শিশু হাসপাতালের সিইও লায়ন মাহবুবুল হক ও সিলেট সুরমা লায়ন্স ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট লায়ন আছিয়া খানম শিকদার।
উপস্থিত ছিলেন সিলেট লায়ন্স ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট লায়ন মুহিতুর রহমান এমজেএফ, কেবিনেট জয়েন্ট সেক্রেটারি লায়ন আব্দুল্লাহ আল মামুন শামুন ও সিলেট রোজ লায়ন্স ক্লাব সেক্রেটারি লায়ন খন্দকার মোঃ আলী আফজাল রিপন, সিলেট সুরমা লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন মাহমুদা সুলতানা ও সেক্রেটারি লায়ন সানজিদা খাতুন।-বিজ্ঞপ্তি