সিলেট মহানগর বিএনপির জরুরী সভা আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২১, ৩:৪১:২০ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগরের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি গঠনের লক্ষ্যে সিলেট মহানগর বিএনপির এক জরুরী সভার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় তাতীপাড়াস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় মহানগর বিএনপির সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক, প্রচার ও দপ্তর সম্পাদকবৃন্দসহ সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক। বিজ্ঞপ্তি