সিলেট সরকারী মহিলা কলেজের অভাবনীয় সাফল্য : জিপিএ ৫ পেয়েছে ৪৮৭ জন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৫৩:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রীরা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এই কলেজের ৭৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৮৭ জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ৪৮৭জন। ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকায় কলেজের পাশের হার ৯৯ দশমিক ১২।
বিজ্ঞান বিভাগের ৪০৯ জন পরীক্ষার্থীর সকলেই পাশ করেছে। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩৫২ জন। অপরদিকে, মানবিক বিভাগের ৩৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৩৭৮ জন। অংশগ্রহনকারী সকলেই উত্তীর্ন হয়েছে। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৩৫ জন।