সুনামগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় দুই সহোদর কারাগারে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২১, ২:৪৬:১৮ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ের জারলিয়া জলমহাল দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিন জেলে হত্যা মামলায় দুই সহোদরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া (৩৫) ও তার ছোট ভাই তসবির মিয়াকে (২৯) কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (দিরাই জোন) রাগীব ন‚র এ আদেশ দেন।
সুনামগঞ্জ কোর্ট ইন্সিপেক্টর মো. বদরুল আলম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, উজ্জ্বল মিয়া ও তসবির মিয়াকে কারাগারে পাঠানো হয়েছেন। উজ্জ্বল ও তসবির দিরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়ার ছেলে। মোশাররফ মিয়াও ওই মামলার পরোয়ানাভুক্ত আসামি। তাদের বাড়ি দিরাই পৌর শহরের চন্ডিপুর গ্রামে।
আদালত স‚ত্রে জানা গেছে, উজ্জ্বল মিয়া ও তসবির মিয়া গতকাল আদালতে হাজির হয়ে হত্যা মামলায় জামিন আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
স‚ত্র আরো জানায়, ২০১৭ সালের ১৭ জানুয়ারি দিরাই উপজেলার জারলিয়া জলমহালের দখল দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে স্থানীয় তিন জেলে নিহত হন। আহত হন আরও ২২ জন। এ ঘটনায় পর দিরাই পৌরসভার তৎকালীন মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উজ্জ্বল মিয়া, তাসবির মিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন উপজেলার হাতিয়া গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা একরার হোসেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ মামলায় মোশাররফ মিয়া, প্রদীপ রায়, হাফিজুর রহমান তালুকদার, উজ্জ্বল মিয়া ও তসবির মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।