সুনামগঞ্জে ভাতিজা হত্যা মামলায় চাচার ফাঁসি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ৩:১৯:৩৯ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জে ভাতিজা হত্যা মামলায় চাচা ছদরুল হোসেন চৌধুরীকে ফাঁসি ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ছদরুল হোসেন জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাহপাশা গ্রামের মৃত আব্দুল হাসিম চৌধুরীর ছেলে। গতকাল বুধবার বিকেলে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরুল আলম মোহাম্মদ নিপু এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালে আছাবুর রহমান চৌধুরীর সঙ্গে তার ভাই ছদরুল হোসেন চৌধুরীর জমি জমা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে আছাবুর রহমান চৌধুরী পরিবার পরিজন নিয়ে গ্রামেই তার বোনের বাড়িতে চলে যান। পরে একই বছরের ১৫ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে আছাবুর রহমান চৌধুরীর ছেলে আশরাফুল আম্বিয়া চৌধুরী, হাবিবুল কিবরিয়া চৌধুরী সেজু, মাহবুব হাছান চৌধুরী ও মেয়ে তাসফিয়া জান্নাত চৌধুরী গ্রামের ছালেহা বেগমের বাড়িতে টেলিভিশন দেখতে যাওয়ার সময় আসামি ছদরুল হোসেন তাদের বলেন, ছালেহার বাড়িতে যাওয়ার প্রয়োজন নেই। তার বাড়িতে ভিসিআর আছে। সাথে সাথে ৪ ভাই-বোন ”াচা ছদরুলের বাড়িতে গিয়ে ভিসিআর দেখে। বিকেলে আশরাফুল, মাহবুব ও তাসফিয়া ভিসিআর দেখে বাড়িতে চলে আসে। এসময় সেজু আসমি ছদরুলের বাড়িতে থেকে যায়। সন্ধ্যা হয়ে এলে সেজু বাড়িতে ফিরে না আসায় ছেলে মেয়েদের কথায় প্রতিবেশীদের নিয়ে আছাবুর রহমান চৌধুরী ছদরুলের বাড়িতে যান। সেখানে গিয়ে ছদরুলের বসতঘর সংলগ্ন একটি পরিত্যক্ত ধানের গোলায় সেজুর লাশ দেখতে পান। পরে দক্ষিণ সুনামগঞ্জ থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। পরদিন আছাবুর রহমান চৌধুরী বাদী হয়ে ছদরুল হোসেন চৌধুরীকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে ছদরুল হোসেন চৌধুরীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত আসামি ছদরুল হোসেন চৌধুরীকে ফাঁসি ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। একই সঙ্গে আসামি পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, সহকারি প্রসিকিউটর (এপিপি) সৈয়দ জিয়াউল ইসলাম এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী শাহাব উদ্দিন চৌধুরী।